ডেস্ক নিউজ :: করোনা মোকাবিলায় এবার অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ের পথে নেমেছে মোবাইল করোনা টেস্টিং বাস।

শুক্রবার ওই নতুন বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে, বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার প্রবীণ পরদেশি।

জানা গেছে, করোনার টেস্টে রোগীর সংখ্যা সামাল দিতেই এ বিশেষ বাস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীরা। ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এ বিশেষ বাসটি যাত্রা শুরু করে।

বিশেষ এই বাসের ভেতর রয়েছে একটি অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব। সেখানে রয়েছে পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এক্স রে মেশিনও রয়েছে তাতে।  মুম্বাইয়েরে পর ভারতের অন্যান্য শহরেও দেখা যাবে এই বিশেষ বাস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here