গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি :: করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সবধরনের রেস্টুরেন্ট থেকে বেকারী বন্ধ রয়েছে। এ পরস্থিতিতে অভুক্ত রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোরাফেরা করা কুকুরগুলো। ওই কুকুরের সাথে অভুক্ত রয়েছে বাচ্চা কুকুরগুলোও।

অনাহারে থাকা এসব কুকুরগুলোকে খাবার দিতে দেখা যায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে।

তিনি জানান, যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারী খুলবে না ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেয়া অব্যাহত থাকবে।

স্থানীয় সাংবাদিক শামসুল ইসলাম শামু জানান, খাবারের দোকানগুলো বন্ধের পূর্বে বেশী রাত করে বাসায় ফিরলে শহরের বিভিন্ন সড়কে কুকুরের ডাকে ভয় পেতে হতো। কিন্তু খাবারের দোকান বন্ধের পর থেকে কুকুরগুলো অভুক্ত থাকায় সড়কের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। আগের মত হাকডাক নেই বললেই চলে।

স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের এমন মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here