আমলাতান্ত্রিক জটিলতায় গত ১০ বছরেও বাস্তবায়ন হয়নি সাতক্ষীরার শ্যামনগরের পৌরসভা। মহামান্য রাষ্টপতি মোঃ জিল্লুর রহমান ১০ বছর আগে মন্ত্রী থাকাকালে পৌরসভার ভিত্তি প্রস্থর স্থাপন করলেও আজো তার বাস্তবায়ন হয় নি। আর বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২৩/০৭/২০১০ তাং দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকায় আইলা ক্ষতিগ্রস্থ মানুষের দুঃখ দুর্দশা দেখতে এসে শ্যামনগর এইচ, সি, পাইলট হাইস্কুল মাঠে লক্ষ জনতা, মন্ত্রী, এম,পি সরকারী আমলাদের উপস্থিতিতে শ্যামনগর পৌরসভা ঘোষনা দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।ফলে এলাকাবাসী চরম হতাশারে মধ্যে আছে।

সূত্র জানায়, প্রায় এক যুগ পূর্বে বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বিগত আওয়ামীলীগ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী থাকাকালে সাতক্ষীরা মুন্সীগঞ্জ মহাসড়কের মহসীন কলেজের পার্শ্বে ১২ মে ২০০১ তারিখ স্বস্ত্রীক উপস্থিত থেকে শ্যামনগর পৌরসভা বাস্তবায়নের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেন। এ সময় তৎকালীন এম,পি এ,কে,ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্ত সে সময় নানা তদবির করেও পৌরসভার বাস্তবায়ন হয় নি। আমলাতান্ত্রিক জটিলতায় থেমে যায় সব কাজ। গত বছর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগরের আইলা পরবর্তী এক জনসভায় শ্যামনগর পৌরসভা বাস্তবায়নের পুনরায় ঘোষণা দেন। কিন্ত এক বছরেও ঘোষণার বাস্তরায়ন আলোর মুখ দেখি নি। এবিষয়ে তৎকালীন জাতীয় সংসদ এর সাতক্ষীরা ৫ আসনের এম,পি, এ,কে ফজলুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্যামনগর সদর ও ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় যড়যন্ত্র করে রিট করেছেন, ফলে কাল ক্ষেপন হচ্ছে। এছাড়া আমলারাও অসহযোগিতা করছে বলে জানা গেছে। কাগজ পত্রের কাজ চলছে, এটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তাই খুব শিঘ্রই গেজেট ভুক্ত হবে। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান এস,এম, জগলুল হায়দার একই সুরে জানালেন, চেয়ারম্যানরা পৌরসভা যাতে না হয় সে জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন, তবে আমরা আশাবাদী। সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলে তিনি ঘোষণা দেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here