নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে সংলাপে বসেছে গণফোরাম ও ইসলামী ঐক্যজোট(মিসবাহ)।

বেলা ১১টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম রাষ্ট্রপতির সাথে সংলাপে বসে আর বেলা ১২টায় বসেছে ইসলামী ঐক্যজোট (মিসবাহ)।

চলমান সংলাপে এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (ইনু), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), সাম্যবাদী দল ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

প্রসঙ্গত, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হবে। আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি। ফলে নতুন ইসির নিয়োগ নিয়ে সৃষ্ট রাজনৈতিক জটিলতা নিরসনে রাষ্ট্রপতি এ সংলাপ আয়োজনের উদ্যোগ নেন।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৯ জন নির্বাচন কমিশনার ও ১০ জন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here