রাজশাহী: বে-সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ইন্টার্নিশিপ বন্ধের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বুধবার বেলা ১১টার দিকে ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করেছেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের একাধিক ইন্টার্নি চিকিৎসকরা জানান, সমপ্রতি রামেক হাসপাতালে ইন্টার্নিশিপ করার জন্য বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনুমতি দেয়া হয়।

এতে করে হাসপাতালের চিকিৎসার মান কমে যাবে অভিযোগ তুলে বে-সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নিশিপ বন্ধের দাবিতে তারা বিক্ষোভ করে। পরে তারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে তাদের এ দাবি তুলে ধরলে রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. দায়েম উদ্দিন ইন্টার্নি চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এস.এইচ.এম তরিকুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here