আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::
বাগেরহাটের রামপালে আগুনে পুড়ে গেছে ৬টি দোকানঘর। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রামপাল উপজেলার চাকশ্রী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
চাকশ্রী বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কৃষি ব্যাংক ও চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি জ্বালানী তেল (পেট্রোল, ডিজেল) বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশে।
এ সময় একটি জ্বালানী তেলের দোকান, একটি ডাকঘর, একটি কাপড় ও চায়ের দোকানসহ মোট ৬টি দোকানঘর পুড়ে যায়। আগুন লাগার পর স্থানীয় অপর দোকানী ও বাসিন্দারা আগুন নিভানোর চেষ্টা করেন। এরপর খবর পেয়ে রাত ৮টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইউনিট ঘটনাস্থলো পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদাণ করা হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here