রামগতি বি,বি,কে উচ্চ বিদ্যালয়ের ৯৯’র ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজারও সফল মানুষ তৈরীর বাতিঘর রামগতি বি,বি,কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের ’৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জাকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিদ্যালয়ের গর্বিত ৯৯’র প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটিকে উদযাপন করেন।

এস এম বদরুদ্দৌজা জিন্নাহ ও পাবেল দে রায়’র সঞ্চালনায় পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডা: কামনাশিষ মজুমদার রুবেল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে।

এতে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক তাহসিন উদ্দিন আহম্মেদ, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক তরুন কুমার দে রায়, সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক মো: আশরাফ উদ্দিন।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভুবন চন্দ্র নাথ, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী।

সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধন, র‌্যালী, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা উৎসব।

আয়োজক কমিটির যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম রাসেল ও সদস্য রেজাউল করিম হিল্লোল বলেন, আমরা রামগতি হাই স্কুলের গর্বিত ১৯৯৯’র ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, আজকের অনুষ্ঠান একটি মিলনমেলা।

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী রামগতি বি,বি,কে (বানী, ভবানী, কামেশ্বরী) পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ অঞ্চলের তদকালীন সময়ের একমাত্র বিদ্যাপিঠটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৩খ্রি:। স্বর্গীয় ভবানী চরন সাহা’র স্মরণে প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি রামগতি দক্ষিণ অঞ্চলের অবহেলীত মানুষের পড়াশুনা করার বিরাট সুযোগ করে দিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here