মিসু সাহা নিক্কন :: ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণ ১২ নভেম্বকে উপকূল দিবস করার দাবিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নানা কর্মসূচীর মধ্য দিয়ে তৃতীয়বারের ন্যায় পালিত হয়েছে উপকূল দিবস।

দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে পালনের দাবিতে রামগতি উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, মেঘনার পাড়ের স্থানীয় জেলে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রামগতি আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও রামগতির শারদাঞ্জলি ফোরাম যৌথভাবে এ দিবসের দাবিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তব্য রাখেন আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামনাশীষ মজুমদার, প্রভাষক রিনোজিৎ দাস, সাংবাদিক মিসু সাহা, শওকত এমরান ও লিংকন সাহা প্রমুখ।

এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।

প্রসঙ্গত; ১৯৭০ সালে ১২ নভেম্বর লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে সরকারি ভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এ দিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here