12202156_1666239923656611_940404941_nরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টায় পরিছন্ন কর্মীরা ঘাস কাটতে আসলে মাঠের মধ্যে এই গ্রেনেড দেখতে পেয়ে মতিাহার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গ্রেনেডসহ জায়গাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। এ খবরে সাধারণ শিড়্গার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মসজিদের বিপরিত পাশের চটপটি বিক্রেতা আব্দুর রাজ্জাক সদর বলেন, গতকাল সন্ধ্যায় আমার দোকানের ছোট বালক ঘাস কাটার সময় মসজিদের গেটের বাইরে ড্রেনের ভিতরে কৌটার মত একটি জিনিস দেখতে পায়। পরে সে আমাকে জানালে আমি তা ফেলে দিতে বলি।

এই বিষয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘প্রশাসন আমাদের খবর দিলে আমরা এসে গ্রেনেড সহ জায়গাটি নিরাপত্তার বেষ্টনী দিয়েছি। পরে র‌্যারের একটি বোমা বিধ্বংকারী দল এসে গ্রেনেডটি উদ্ধার করে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন, সকালে গ্রেনেডের কথা শুনে আমি সেখানে গিয়েছি। র‌্যাবের সাথে কথ হয়েছে। তারা এসে এটিকে উদ্ধার করবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here