মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পৃথক পৃথক র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (জাশিফ)। বুধবার বেলা এগার টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ও বেলা দশটার দিকে সিনেট ভবনের পাশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এরশাদুল বারী কর্ণেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান শুভ’র পরিচালনায় র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনোত্তর সামাবেশে বক্তব্য রাখেন, আমার দেশে’র রাজশাহী অফিস প্রধান সরদার এম আনিসুর রহমান, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা (ডেইলি সান), রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেরুল হাসান সুজন (সমকাল), শামসুল ইসলাম কামরুল (নয়াদিগন্ত), মামুন আব্দুল কাইউম (বাসস), আসাদ (কালের কন্ঠ) প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “রুনি-সাগর দম্পতির হত্যাকান্ডকে অন্য খাতে নেয়ার চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনের সময়সীমা বেধে দিলেও এখন পর্যন্ত খুনীদের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। সারা দেশের সাংবাদিক সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে”। বক্তারা অবিলম্বে খুনীদের খুঁজে বের করে দৃষ্টানত্ম মুলক শাসিত্মর দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে প্রফেসর মো: ফজলুল হক, প্রফেসর এ বি এম শাহজাহান, ড. মাহফুজুর রহমান আকন্দ, আবু যর গিফারী (সংগ্রাম), আজিবুল হক পার্থ (ইনকিলাব), ডালিম হোসেন শানত্ম- (দিনকাল), সরদার তানিম (লালগোলাপ), শরিফুল ইসলাম (বিডিপ্রেস ডটনেট), হাবিবুন নাহার (খবর), আবদুল আলিম সাগর (ডেসটিনি) রহিদুল ইসলাম নিরব (নতুন প্রভাত), জনাব আলী (বাংলানিউজ), রুহুল আমিন রয়েল (বার্তা২৪ ডটনেট),  একে রুম্মান (নিউজ টুডে), মোত্তালিব হোসেন বাধন (বাংলাদেশ টুডে), আব্দুল খালেক রিয়াদ (ভোরের ডাক), সাইফুলাহ সাইফসহ (নিউজ বিএনএন) বিশ্ববিদ্যালয়ে কর্মরত অর্ধশত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতিকে সহকর্মী দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত, সাংবাদিক দম্পতির হত্যা, ছাত্রদল কর্মী আনোয়ার হোসেন সুইটের নৃশংসভাবে হত্যা এবং বিএসএফ কর্র্তৃক সীমানেত্ম হত্যা বন্ধসহ দেশে সকল প্রকার হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে জাশিফ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আফরাউজ জামান খান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ফজলুল হক, প্রফেসর আজাহার আলী, প্রফেসর মামুনুল কেরাম, প্রফেসর রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

এ সময় প্রফেসর আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর এবিএম আইয়ুব, প্রফেসর জিল্লুর রহমান, প্রফেসর হবিবুর রহমান, প্রফেসর শেরেজ্জামান, প্রফেসর শামসুজ্জোহা এসামীসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফার্মেসী বিভাগের সভাপতিকে একই বিভাগের শিক্ষক কর্তৃক লাঞ্ছিত করার ঘটনা নি:সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত এর সুষ্ঠু বিচার দাবি করেন।

তারা আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর হত্যাকারীদের সরকার এখন পর্যনত্ম গ্রেফতার করতে পারেনি। তারা অতিসত্বর সাংবাদিক দম্পতি হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টানত্মমূলক শাসিত্ম দাবি করেন। এছাড়া সারা দেশে হত্যা, খুন, ধর্ষণ, গুম ইত্যাদি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে তারা অনুরোধ জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রিয়াদ/রাবি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here