makeup-for-women-and-girlsইউনাইটেড নিউজ ডেস্ক :: বিয়ে, জন্মদিন বা গোট টুগেদার- যেকোনো পার্টির আয়োজন হয়ে থাকে রাতে। আর রাতের অনুষ্ঠানগুলো হয় বেশ জাঁকজমকপূর্ণ। তা ছাড়া রাতে মেকআপের ক্ষেত্রে ভিন্ন ধরেনর প্রসাধন প্রয়োজন হয়। এখানে জেনে নিন রাতের পার্টির জন্যে যে ৭টি প্রসাধন অবশ্যই সংগ্রহে রাখা উচিত।

১. লিপ বাম : লিপ বাম আপনার সুন্দর ওষ্ঠে প্রাণ এনে দেবে। তাছাড়া শীতের রাত হলে এটি অতি প্রয়োজনীয় হয়ে ওঠে। খাওয়া বা লিপস্টিকের কারণে এটি খুব বেশি সময় থাকবে না। তবে যতক্ষণ থাকবে, ততক্ষণ ময়েশ্চার ধরে রাখবে।

২. হ্যান্ড ক্রিম : রাতে ঠোঁটে যত্নে লিপ বাম যা করে, তাই হাতের যত্নে করে হ্যান্ড ক্রিম। দিনে নানা কাজে হাত ধুতে হয়। তখন হ্যান্ড ক্রিম বেশ কাজ করতে পারে না। কিন্তু রাতের পার্টিতে হাত দুটোকে কোমল ও ময়েশ্চারপূর্ণ দেখাতে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।

৩. এন্টি এজিং সেরাম : চেহারায় যদি বয়সের কোনো ছাপ দেখা যায়, তবে এন্টি এজিং সেরাম মেখে নিন। বলিরেখা চলে যাবে চেহারা থেকে।

৪. ময়েশ্চারাইজার : এটি রূপচর্চায় অতি প্রয়োজনীয় প্রসাধন। দিনে বা রাতে সব সময় দরকার হতে পারে। তবে রাতের জন্যে আলাদা ময়েশ্চারাইজার পাওয়া যায়। এটি চেহারার জেল্লা বাড়িয়ে দেবে।

৫. আই ক্রিম : চোখের নিচের ত্বক খুব পাতলা হয়। তা ছাড়া সেখানে কালো দাগ থাকলে তা রাতের পার্টিতে খুব খারাপ দেখাবে। তাই চোখ দুটোকে আকর্ষণীয় কর তুলতে আই ক্রিম ব্যবহার করুন।

৬. লাস সেরাম : চোখের পাঁপড়িগুলোকে যদি নিরস মনে হয়, তবে মুহূর্তে আকর্ষণীয় করে নিতে পারেন সেরাম ব্যবহার করে। তা ছাড়া রাতের অনুষ্ঠানে অবশ্যই চোখের পূর্ণ সোন্দর্যতা ফুটিয়ে তুলতে লাস সেরাম ব্যবহার করুন।

৭. এক গ্লাস পানি : খুব সাধারণ মনে হলেও দারুণ জরুরি। এক গ্লাস পানি আপনার ত্বকের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ত্বককে শুষ্ক দেখানো থেকে বাঁচাবে। এটি ত্বকের জৌলুস বাড়িয়ে দেবে। সূত্র : ইন্টারনেট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here