রাজশাহী : ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতাল চলাকালে মঙ্গলবার রাজশাহী মহানগরীতে ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ ১০জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

এই মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০জন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।

বুধবার দুপুরে বোয়ালিয়া থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তবে এ রিপোর্ট বুধবার বিকাল সোয়া ৪টায় লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দায়েরকৃত এ মামলায় সরকারী কাজে বাধাদানসহ বিষ্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া সেলফোনে জানান, মঙ্গলবার হরতালের শেষদিন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মনিচত্বর এলাকায় হরতালের সমর্থনে জেলা বিএনপির মিছিল থেকে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বুধবার মামলা দায়ের করা হয়েছে।

এস.এইচ.এম তরিকুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here