ডেস্ক রিপোর্ট : : রাজশাহী নগরীতে অপরাধ প্রবণতা কমাতে নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এতে অপরাধ করে আর কেউ পার পাবেন না বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১২ মার্চ রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকায় এক ব্যক্তির ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য।

এ ঘটনার মাত্র তিন দিন আগে সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান এক নারী। সন্তানটি প্রাণে বেঁচে গেলেও লোমহর্ষক এই দৃশ্য দেখে শিউরে উঠবেন যে কেউ।

এ অবস্থায় হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী।

এরই মধ্যে প্রায় ৩০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যারও দ্রুত সমাধান করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা উৎপল কুমার চৌধুরী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান বলেন, অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের আগেই নগরীর ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে আশা পুলিশের। সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here