বান কি মুনইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক :: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য ফের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় সংস্থাটির মহাসচিব এই তাগিদ দেন।

৫ জানুয়ারির নির্বাচনের আগে দুই নেত্রীর সঙ্গে ফোনালাপ ও বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতার পর তৃতীয়বারের মতো সংলাপের তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব।

মুন বলেন, বাংলাদেশ বর্তমানে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ, অবকাঠামো দুর্বলতা।

গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে মুন তার বার্তায় বলেন, “রাজনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের সব গণতান্ত্রিক দেশকেই প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশও এ প্রক্রিয়ার বাইরে নয়। বাংলাদেশের ভবিষ্যতের জন্য মতবিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি ও সব পক্ষের মধ্যে সমঝোতা তৈরিতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। ”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here