স্টাফ রিপোর্টার :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে জেলেদের বিশেষ ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এরইমধ্যে তালিকাভুক্ত কয়েকজন জেলে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জেলেরা জানিয়েছেন, তালিকায় তাদের নাম রয়েছে। অথচ তালিকাভুক্ত সে চাল দেয়া হয়েছে অন্যদের। এমনকি বেশ কয়েকজন অবস্থাপন্ন ব্যক্তিকেও চাল দেয়া হয়েছে।

ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সোম ও মঙ্গলবার দু’দিন ধরে জেলেদের বিশেষ ভিজিএফের এ চাল বিতরণ করা হয়। তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে দু’ মাসের ৮০ কেজি চাল দেয়ার কথা থাকলেও অধিকাংশকেই অর্ধেক কিংবা তার কমবেশি চাল দেয়া হয়েছে। আবার অন্য পেশার লোকজনদেরও চাল দেয়া হয়েছে। তালিকায় নাম নেই, এমন অনেককে চাল দেয়া হয়েছে। ফলে প্রকৃত বহু জেলে আদৌ চাল পাননি।

এমনকি কয়েকজন জেলে অভিযোগ করেছেন তাদের নিবন্ধন কার্ড কর্তৃপক্ষ আটকে রেখেছেন। জেলে মোঃ রুমিন, মোঃ জাহাঙ্গীর, শাহজাহান, সোহরাব ফকির, সেলিম হাওলাদার ও হেলাল হাওলাদারসহ কয়েকজন অভিযোগ করেন, গত ৫-৬ মাস আগে তাদের নিবন্ধন কার্ড কর্তৃপক্ষ নিয়ে যান। পরে ভিজিএফ চাল বিতরণের সময়ে স্থানীয় ইউপি মেম্বার তালিকায় তাদের নাম নেই বলে জানান। অথচ তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের চাল অন্যদের দেয়া হয়েছে।

এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার বলেন, তালিকা করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার। তারা কি করেছে তা বলতে পারবো না। একজনের চাল অন্যকে দেয়ার ঘটনা আমি শুনি নাই।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান বলেন, ছোটবাইশদিয়া ইউনিয়নের কয়েকজন জেলে আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মৎস্য অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here