ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানের ১৫ দিন আগে থেকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর ফলে চিনি, ছোলা, ডাল এবং ভোজ্যতেলের দাম স্বাভাবিক থাকবে।

বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে রমজান উপলক্ষে টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজানে ডাল, চিনি, ছোলা এবং ভোজ্যতেলের যাতে সংকট না হয়, সেজন্য আমদানি করে গুদামজাত করা হবে। তিন ধাপে রমজানের ১৫ দিন আগে থেকে এসব পণ্য টিসিবি ডিলারদের মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হবে।’

তিনি আরো বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। সারা দেশের তিন হাজার ডিলারও এসব পণ্য বিক্রি করবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here