কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার রংপুর জেলা বিএনপি গণ মিছিল বের করার চেষ্টা করলে  পুলিশ বাঁধা দেয়। শহরের গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে গণমিছিল করার লক্ষ্যে নেতাকর্মী জড়ো হলে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টায় জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু হয়ে শাপলা চত্বর এলাকার দিকে এগুলে  পুলিশ বেরিকেড দিয়ে বাধা দেয়।

পুলিশি বেষ্টনীর মধ্যে মিছিলটি সামনে যেতে না পারায় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সহিদা রহমান জোস্না, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান শামু, শহিদুল ইসলাম মিজু, যুবদল সভাপতি রইচ আহম্মেদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ডন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মতিয়ার রহমান বাবু, ছাত্রদল জেলা সভাপতি জহির আলম নয়ন, সম্পাদক মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।

বক্তারা প্রতিবাদ সমাবেশে বলেন, বিনা কারণে রংপুরের গণমিছিলে পুলিশ বাঁধা দিয়েছে। এর পরিণতি ভালো হবে না। সমাজের প্রতিটি স্তরে অশান্তি বিরাজ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ৩০ জানুয়ারি ঢাকার গণমিছিলে বাধা দেওয়া হলে রংপুর থেকে সরকার পতনের ডাক দেওয়া হবে।

রংপুর কোতয়ালী  থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন  জানান, বিভাগীয় শহরগুলিতে সব ধরনের মিছিলের ওপর নিষেধাজ্ঞা থাকায় মিছিলে বাধা দেওয়া হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম জহির/রংপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here