রংপুরকে হারিয়ে খুলনার প্রথম জয়

ডেস্ক রিপোর্টঃঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল খুলনা টাইগার্স। ঢাকা পর্বের প্রথম অংশ এবং চট্টগ্রাম পর্ব মিলিয়ে চার ম্যাচে এই প্রথম জয়ের দেখা পেল তামিম ইকবাল ও ইয়াসির আলীদের খুলনা। এই জয়ে ৪ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে খুলনার দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। রংপুরের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

এবারের বিপিএলে প্রথম তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। কিন্তু রংপুরের বিপক্ষে আজকের ম্যাচে দেখা গেল টাইগার ওপেনারের ভিন্ন রূপ। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি ব্যাট করেছেন ১২৫ এর উপর স্ট্রাইক রেটে। ওপেনিংয়ে নেমে খেলেছেন শেষ অবধি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

৪৭ বলে তামিমের ৬০ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন উদীয়মান তারকা মাহমুদুল হাসান জয়। একটু ধীরগতিতে খেললেও উইকেট বাঁচিয়ে দলকে রেখেছেন জয়ের পথে। ৪২ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। শেখ মেহেদী ছাড়া ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। কোনো রান না করেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর পারভেজ হোসেন ইমন থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ২৫ রান করে।

বরাবরের মতো ব্যাট হাতে এদিনও রান পাননি নাইম শেখ। করেছেন মাত্র ১৩ রান। দলের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান এদিন না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। তবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই হয়েছেন ব্যর্থ, ফিরে গেছেন ৯ রান করে।

আজমউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নেওয়াজ, শামীম পাটোয়ারি রান পাননি কোনো ব্যাটার। ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই। শেষ দিকে রাকিবুল হাসানের ১২ রানে ১২০ রানের ইনিংস পার হয় রংপুরের। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। এছাড়া ৩ উইকেট নিয়েছেন আমাদ বাট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here