স্টাফ রিপোর্টার :: যৌন হয়রানি রোধে সামাজিক বিষয়বস্তুর উপর সোহেল রানা বয়াতির ২ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “সেলাই জীবন” ও “টিয়ার গপ্পো” প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে শিশু সাহিত্য পত্রিকা ঝুনঝুনি।

আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি “যৌন হয়রানি প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফারুক মঈনউদ্দীন ছোট গল্প শরীরবৃত্তীয় অবলম্বনে “সেলাই জীবন” এ অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, শিমুল খান, পাপিয়া, সাজু আহমেদ এবং আন্না পুনমের “ভেনাসের ঝলসানো কিশোরডানা” ছোট গল্প থেকে নির্মিত “টিয়ার গপ্পো” এ অভিনয় করেছেন আশিষ খন্দকার, ইকবাল হোসেন, বৃষ্টি, নিলুফার ওয়াহিদ পাপড়ি প্রমুখ।

চলচ্চিত্র ২টি প্রসংগে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন “সমাজের প্রতিটি মানুষের কিছু সামাজিক দায়িত্ব রয়েছে একজন নির্মাতাও এর বাইরে নয়।সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ভয়ানক ব্যধি নিয়ে আমি চলচ্চিত্র দুটি নির্মান করেছি”।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here