CNG20150দুর্ঘটনা এড়াতে দেশের  ২২ মহাসড়কে তিন চাকার আটোরিকশা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রীর এই ঘোষণার পর মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ২২ মহাসড়কের নাম প্রকাশ করে।

সড়কগুলো হলো :  কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার), কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস, জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস, জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর, আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকবুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা, কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘীস্থল বন্দর, দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ী মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা, তেঘরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী, ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল, মদনপুর-ভুলতা-মীরের বাজার- বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস), এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল, বগুড়া-নাটোর, রংপুর-বড়বাড়ী-কুড়িগ্রাম, হাটিকুমরুল-বনপাড়া, বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী, নবীনগর-ইপিজেড-চন্দ্রা, যশোর-মাগুরা, ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুড়িয়া, চাঁচড়া মোড় (যশোর)-বেনাপোল, ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ী মোড়, ভাঙ্গা-ভাটিয়াপাড়া মোল্লার হাট-ফকিরহাট-নোয়াপাড়া এবং ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here