যে কারনে মক্কায় কবুতর হত্যা নিষিদ্ধসায়ন তানভি:: মুসলমানদের পবিত্র তীর্থস্থান মক্কায় কবুতরকে গন্য করা হয়  পবিত্র পাখি রূপে। মক্কায় এই পাখি সম্প্রদায় পেয়ে থাকে বিশেষ সম্মান এবং সুবিধা।

মক্কায় কবুতর ধরা নিষিদ্ধ, এমনকি কবুতরের ডিম নষ্ট করাও শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি ভুলবশত একটি কবুতর হত্যা করে ফেলে তবে বিনিময়ে তাকে একটি গরু কোরবানি দিতে হয়।

মক্কার সর্বত্রই তাই দেখা মেলে অজস্র-অগুনিত কবুতরের। মসজিদের আঙিনা, ফুটপাত, বাজার, বিল্ডিংয়ের ভেন্টিলেটর বা পেভমেন্ট সবখানেই দেখা যায় এই শান্ত শিষ্ট শান্তির প্রতীকটির আনাগোনা। তারা নিশ্চিন্তে বিচরন করছে পুরো মক্কা জুড়ে।

কিন্তু কেন বিভিন্ন পাখির মধ্যে মক্কায় কেবল কবুতরই পেয়ে থাকে এতোটা মর্যাদা বা বিশেষ পরিচর্যা!

প্রচলিত ধারনা অনুযায়ী মূলত তিনটি কারনে মক্কায় কবুতরকে গণ্য করা হয় বিশেষ পাখি হিসেবে এবং দেয়া হয় বিশেষ সুবিধা।

মক্কার কুরাইশদের ভয়ে মহানবী (সঃ) মদীনায় হিযরত করার সময় একটি গুহায় আশ্রয় নেন, তখন কবুতররা গুহার মুখে বাসা তৈরি করে তাকে লুকিয়ে থাকতে সাহায্য করে।

আব্রা কাবা শরীফ আক্রমন করলে কবুতররা কাবা শরীফ রক্ষা করতে ভূমিকা রাখে।

এই কবুতররাই হযরত নূহ (আঃ) কে মহাপ্রলয়ের সময় পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল।

বিজ্ঞরা বলছেন মূলত এই তিন কারনেই পবিত্র নগরী মক্কায় কবুতররা ভোগ করে থাকে বিশেষ সুযোগ সুবিধা ও মর্যাদা।-সূত্র : আল আরাবিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here