‘ধর্মীয় নেতাদের গ্রেফতার করে বিচার করা হচ্ছে’, বিদেশি চ্যানেল আলজাজিরা এমন সংবাদ প্রচার করছেন, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ‘‘ তারা যদি এ ধরনের সংবাদ প্রচার করে থাকে, তাহলে ভুল সংবাদ প্রচার করছেন।’’

শুক্রবার সকালে এশিয়াটিক সোসাইটিতে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এসব কথা বলেন তিনি।  ইতিহাস একাডেমী ঢাকা ‘ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক’ আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করে। তিনি বলেন, ‘‘যুদ্ধপরাধীদের বিচার নিয়ে যারা বিনা কারণে ‘এ বিচার মানি না, এ ট্রাইবুনাল মানি না’ এ ধরনের বক্তব্য প্রদান করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ এ ধরনের মন্তব্য যুদ্ধপরাধীদের বিচারকাজ বাধা দেয়ার সামিল।’’

বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করা হয়েছে।তিনি বলেন, ‘‘কোনো ধর্মীর্য় বা রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার বা বিচার করা হচ্ছে না। যাদের বিচারের আওতায় আনা হচ্ছে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’’  নিজামী, মুজাহিদ সাঈদির প্রতি ঈঙ্গিত দিয়ে শফিক আহমেদ বলেন, ‘‘যুদ্ধপরাধীদের খুন, ধর্ষণ, নারী নির্যাতন যেমন ইতিহাসের অংশ হয়ে আছে, তেমনি তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করাও ইতিহাসের অংশ করা হবে।’’ সম্মেলনে প্রত্নতত্ত্ববিদ আ কা ম জাকারিয়াকে প্রত্নতত্ত্বে বিশেষ অবদনের জন্য গোল্ড মেডেল দেয়া হয়।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here