যশোরের নওয়াপাড়ায় এক ব্যবসায়ী কর্মচারীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা ৫লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত  পিস্তলের গুলির খোসা উদ্ধার করলেও এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার উত্তরা ব্যাংকের সামনে। জানাগেছে, নওয়াপাড়া স্টেশন বাজারে অবস্থিত মেসার্স শোভন ট্রেডার্সের ম্যানেজার জাহিদুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনে নওয়াপাড়ার ইসলামী ব্যাংক শাখা থেকে ৫লাখ টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে উত্তরা ব্যাংকের সামনে পৌঁছালে যশোর দিক থেকে দু’টি মোটর সাইকেলে আসা ৫জন সন্ত্রাসী জাহিদুলের গতিরোধ করে গলায় পিস্তল ঠেঁকিয়ে গুলি করে। ওই টাকা ছিনতাইয়ের সময় জাহিদুলের অপর সঙ্গী দিলিপ কুমার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে মারপিট করে ৫ লাখ টাকা নিয়ে দ্রত গতিতে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় জাহিদুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহিদের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল কাদের জানান, গুলিটি তার গলায় বিদ্ধ হওয়ায় অধিক রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে জাহিদের মৃত্যুর খবর ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় ঘাটের সব ধরণের লোড-আনলোড বন্ধ করে দেয়। এবং খন্ড খন্ড মিছিল নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। নিহত জাহিদুল ইসলাম নওয়াপাড়া গ্রামের আব্দুল গফ্‌ফার বিশ্বাসের ছেলে। সে চাকুরীর পাশাপাশি খুলনা বিএল কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত ছিলো। এ ঘটনায় বিকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

ইউন্ইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here