ময়মনসিংহ মেডিকেল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতনের সিদ্ধান্ত স্থগিত করা এবং আগামী সুবর্ন জয়ন্তীতে ছাত্রলীগের একক আধিপত্য না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হামলা ভাংচুর, বিক্ষোভ ও অগ্নি সংযোগ করেছে ছাত্রলীগ।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানাযায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন ও সুর্বন জয়ন্তীকে দলীয় করনের অভিযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে সূর্বন জয়ন্তী বর্জন করার সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃন্দ।

এছাড়াও এসব অভিযোগে সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃন্দ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এরপর বর্তমান মেডিকেল কলেজের প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন সিদ্ধান্ত স্থগিত করে সকলের অংশগ্রহনে সুবর্ন জয়ন্তী সফল করার লক্ষে সাবেক শিক্ষার্থী ও ড্যাব নেতৃবৃৃন্দের সাথে সমঝোতার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হয় ছাত্রলীগ। ফলে গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামের নাম পরির্বতন করে ছাত্রলীগ নেতা রাইসুল হাসান নোমান এর নামে নামকরন করার দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে একাডেমিক ভবন, অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করে ও ক্যাম্পাসে অগ্নিসংযোগ করে।

এ সময় তারা এক সংক্ষিপ্ত সমাবেশে দাবী আদায় না হওয়া পর্যন্ত  অনিদিষ্টকালের র্ধমঘটের ডাক দেয় এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ আছে বলে লিখিত ভাবে প্রেস রিলিজ প্রদান করে।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, সামনে সুবর্ন জয়ন্তীতে বিভিন্ন কমিটি উপ কমিটি হচ্ছে। এ নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ কিছু দাবী দাওয়া রয়েছে। এর জের ধরেই তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে এবং ২/১টি ফুলের টব ভাংচুর করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here