মনোনেশ দাস, ময়মনসিংহ থেকে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ময়মনসিংহ ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। আলোরপথের যাত্রী হিসেবে সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে ময়মনসিংহ ঐতিহাসিক জেলা হিসেবে পরিচিত। তিনি বলেন, বহু জ্ঞানি ব্যক্তি ময়মনসিংহ থেকে মেট্রিক পাশ করে কলকাতায় যান। তারা সবাই ভারত সরকার ও সমাজে গুরুত্বপূর্ণ পদ ও বিশিষ্ট ব্যক্তির দায়িত্ব পালন করেছেন।

শনিবার রাতে ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারতীয় হাই কমিশন আয়োজিত বৃহত্তর ময়মনসিংহের ৪৩ মুক্তিযোদ্ধা পরিবারের হাইস্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সন্তানদের বৃত্তিমূলক পুরস্কার বিতরণ এবং ঢাকাস’ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকাস’ ভারতীয় হাই কমিশনার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ভট্রাচার্য্য, স্বাস’্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ত্রিশাল আনের এমপি রেজা আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্য শিল্পী মিসেস মোনালিসা ঘোষ অডিসি নৃত্য পরিবেশন করেন। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিসহ বিপুল সংখ্যক দর্শক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ শিল্পীর মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here