মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহে প্রান্তিক জনগোষ্ঠির খাদ‍্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ভূর্তকি মূল্যে জেলার ১৪৫টি ইউনিয়নে ২ লাখ ৯৮ হাজার ৪৮ টি পরিবারের মধ্যে খাদ‍্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ‍্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এই তথ‍্য জানান।

তিনি আরও জানান, আগে খাদ‍্যবান্ধবের চাউল ১০টা দরে বিক্রি হলেও সম্প্রসারিত এই কর্মসূচির চাউল এখন থেকে আরও একটু বেশি দরে বিক্রি হবে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, খাদ‍্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহম্মদ, আঞ্চলিক খাদ‍্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা খাদ‍্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী প্রমূখ

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here