ডেস্ক রিপোর্ট:: গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর কারচুপির অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরত সব কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এক ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর বিভিন্ন মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা কারচুপির অভিযোগ তোলেন। পরে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় সড়কে অবস্থান নেন তারা। পরে কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরতদের অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।

ঘটনাস্থলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন জানান, কেন্দ্রের ভোট আবার গণনা করা হবে। তাতেও সমাধান না এলে আবারও ভোট অনুষ্ঠিত হবে কেন্দ্রটিতে। স্থানীয়দের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here