প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় ডাকাতি, খুন, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, চুরি, হামলা সংঘর্ষসহ নানা অপরাধ বেড়েছে। চুরি, ডাকাতি ও সন্ত্রাসীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে মৌলভীবাজার জেলা। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এসব অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতংক ও উৎকণ্ঠা। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি ১২ ডিসেম্বর সন্ধ্যায় এক জর“রি সভায় চোর, ডাকাত ও সন্ত্রাসীদের কোন মামলা নিয়ে আদালতে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অবনতিশীল আইন-শৃংখলা পরিস্থিতিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভায় আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, চোর, ডাকাত ও সন্ত্রাসীদের পক্ষে কোন মামলা গ্রহণ এবং পরিচালনা করবেন না।

বিগত কয়েক মাসে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৩ ডিসেম্বর গভীররাতে পূর্ব জুড়ী ইউনিয়নের সোনা-রুপা চা বাগানের গাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ৯ ডিসেম্বর রাতে একদল ডাকাত মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক সফিকুর রহমানের বাসার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে লুটে নিয়ে যায় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট। মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়ায় এক আইনজীবীর বাসায় ১১ ডিসেম্বর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।২৪ নভেম্বর মৌলভীবাজার শহরের গীর্জাপাড়ার অ্যাডভোকেট আবদুল খালিকের বাসায় ডাকাতি সংঘটিত হয়। ৩০ নভেম্বর বিদেশী রিভলবারসহ দুই যুবককে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২১ আগস্ট মৌলভীবাজার সদর উপজেলার বদ্যগাতি গ্রামের ইদন মিয়া বাকবিতণ্ডার একপর্যায়ে তার আপন ভাতিজা মজিদ মিয়াকে (৩৫) কোদাল দিয়ে কোপ দেয়। মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে টাকা বহন করে নিয়ে যাওয়ার সময় ১৮ আগস্ট ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার ও আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।  ৩০ জুলাই মৌলভীবাজারের শমসেরনগর থেকে এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ ছিনতাইকারীকে কুলাউড়ায় গণধোলাই দেয়া হয়। ৩ এপ্রিল বিকালে মৌলভীবাজারে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২ আগস্ট মৌলভীবাজারে আন্তঃজেলা গাড়ি চোরাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও চোরাইকৃত ২টি গাড়ি উদ্ধার করা হয়। ৬ জুলাই মৌলভীবাজার সদর উজেলার বলিয়ারবাগ গ্রামে শাহেদ মিয়া (২২) নামে এক যুবকের লাশ নিখোঁজ হওয়ার ৩ দিন পর উদ্ধার করা হয়। ২১ আগস্ট মৌলভীবাজার জেলার আমরাইল গ্রামের শিশু কন্যাকে (৮) ধর্ষণ করার অভিযোগে পাষণ্ড লালু সবরকে গ্রেফতার করে র‌্যাব-৯। সদর উপজেলার মাতার কাপন গ্রামে ২৬ নভেম্বর ভোররাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আশিক মিয়া নামে এক ডাকাত গণধোলাইয়ে নিহত ও ৩ জন আহত হয়। এ ঘটনায় অ্যাডভোকেট বাসুদেব ভট্টাচার্য্য নিজে বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করেন। ১৭ এপ্রিল সকালে মৌলভীবাজারে স্কুলছাত্রী ২ বোন নিখোঁজ হয়। জুড়ী উপজেলার খাগটেকা গ্রামে কানাডা প্রবাসী নিরোদ মহাজনের বাড়িতে ২৫ নভেম্বর ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। গত ২২ নভেম্বর রাজনগর উপজেলার ফতেপুর গ্রামের খালার বাড়ি থেকে বখাটে আমীর আলীর ছেলে জেরিনকে অপহরণ করে নিয়ে যায়। ২৮ আগস্ট মহলাল বাজারে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় আবদুল রউফ দুধ মিয়া নামে এক প্রবাসী ব্যবসায়ী খুন হয়। একই উপজেলার আকুয়া গ্রামে চলতি বছরের ৮ মার্চ ডাকাতের হাতে গৃহকর্তা ফিরোজ খান খুন হন। কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনে এক গৃহবধূ নিহত হয়। ২৮ মে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের তালতলা গ্রামে আকমল আলীকে (৮০) কুপিয়ে হত্যা করে তার ছেলে ও নাতি। ১০ জুন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই গ্রামে উস্তার আলীর বাড়িতে ডাকাতি হয়। বড়ধামাই গ্রামে চলতি বছরের ৩ জানুয়ারি রাহেলা আক্তার ফুলকে (২২) গলা টিপে হত্যা করে তার স্বামী হেলাল মিয়া (৪০)। ৪ ফেব্র“য়ারি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ১০ ফেব্র“য়ারি কুলাউড়া উপজেলার চৌধুরীবাজার রেলগেট এলাকা থেকে ১৫ বছরের এক অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। ২ মার্চ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে রাজমিস্ত্রি আবদুল জলিলকে (২৫) দুর্বৃত্তরা হত্যা করে লাশ কবরস্থানে ফেলে রাখে। ১ মার্চ সকালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নে রাঙিছড়া চা বাগানের টিলা থেকে ব্যবসায়ী জামাল মিয়ার (২৫) লাশ উদ্ধার করা হয়। ১১ মার্চ সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষিত হয়। ৮ মার্চ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামে জগদীশ দাসকে (৪৫) তার স্ত্রী কলতি রানী দাস কুপিয়ে হত্যা করে। একই দিন কর্মধা ইউনিয়নে ইছাছড়া পানপুঞ্জির ডুবা থেকে দিনমজুর হারিছ মিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়। একই দিন জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বিরইনতলা গ্রামে জাসমিন বেগমকে (১৮) এসিডদগ্ধ করে একই গ্রামের বখাটে জাহাঙ্গীর (৩২)। ২১ মার্চ রাতে কুলাউড়া রেলস্টেশনে ২৮ বছরের স্বামী পরিত্যক্তা এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। ১৪ এপ্রিল কুলাউড়ার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামে ১৭ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়। ২৮ এপ্রিল কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার বাড়িতে এবং ৩০ এপ্রিল রাতে জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের ব্যবসায়ী আবদুস সহিদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।

নতুন বছরে জেলার আইন শৃংখলা পরিস্থিতি কি হবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতংক ও উৎকণ্ঠা ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here