সজল দেব, মৌলভীবাজার

মৌলভীবাজারে জেলায় পারিবারিক নির্যাতনের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।শহর গ্রাম সমান তালে এই রুপ নির্যাতনের ঘটনা বর্ৃদ্ধি পাচ্ছে।এসব পারিবারিক নির্যাতনের কারনে অধিকাংশ সংসার ভেঙ্গে যাচ্ছে।গত দুই মাসে মৌলভীবাজার পারিবারিক আদালত,নারীনির্যাতন আদালত,্‌ও যৌতুক আইনে কম পক্ষে৫০টি মামলা হয়েছে।

বর্তমানে এসব পারিবারিক নির্যাতন শহরের শিক্ষিত পরিবারে ্‌ও দেখা যাচ্‌েছ।
শহরের অধিকাংশ নির্যাতিত মহিলারা লোক লজ্জার ভয়ে পারিবারিক নিযাতন সহ্য করে যাচ্ছেন।গত তিন মাসে জেলায় যৌতুকের বলি হতে হয়েছে তিন জন গৃহবধুকে ।সংসার ভেঙ্গেছে কম করেও বিশটি।এসব পারিবারিক ্‌ও নারীনির্যাতন নিষ্পতির জন্য জেলায় জেলায় নারীনির্যাতন সেল থাকার কথা থাকল্‌েও মৌলভীবাজারে এই সংঘটনের কোন কার্যকারী ভূমিকা দেখা যাচ্ছেনা।

এমনকি মহিলা সমিতি নামের একটি শক্তিশালী সংঘটন জেলা শহরে থাকল্‌েও এসব পারিবারিক ্‌ও নারীনির্যাতনে তাদের কোন ভূমিকা চোখে পড়ছে না। জেলার নারীশিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পিপি আমিরুল ইসলাম এ প্রতিনিধিকে জানান জেলার নারী নির্যাতন ট্রাইবুনালে তিনি স্বামী-স্‌ত্রীর বিরোধ অনেকটাই আপোষের চেষ্টা করেন।

সেমিনার-সমাবেশে অনেক নারী নেত্রী দেখা গেল্‌েও নির্যাতিতদের বাস-বিক ভাবে সাহায্যের জন্য অনেককে পা্‌ওয়া বলে অভিযোগ
করেন অনেক নির্যাতিতরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here