বান্দরবান : ভুলক্রমে উপজেলা নির্বাচনের মৌলভীরবাজার জেলার ১০ হাজার ব্যালট পেপার চলে গেল বান্দরবানের লামা উপজেলায়।

বুধবার রাতে এসব ব্যালট পেপার ঢাকা নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছিল লামা উপজেলায়।

তবে এ সংবাদ পেয়ে বান্দরবান জেলা নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং অফিসারের উদ্যোগে লামা থেকে মৌলভীবাজারের ব্যালট পেপারগুলো জব্দ করে জেলা প্রশাসন অফিসে নিয়ে আসা হয় রাতেই।

লামা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভইসচেয়ারম্যান প্রার্থীদের পড়্গে আশংকা করা হয়েছিল- মৌলভী বাজারের ১০হাজার ব্যালট পেপার কোন কারণে লামা উপজেলার কেন্দ্রগুলোতে পাঠানো হলে লামায় নির্বাচন স্থগিত করার উপক্রম দেখা দিত, সৃষ্টি হত মহাসংকটও। একইভাবে মৌলভীবাজারের একটি উপজেলায় নির্বাচন পন্ড হয়ে যেত।

বুধবার রাতেই ঢাকা নির্বাচন কমিশন থেকে পুনরায় মৌলভীবাজার জেলায় ১০ হাজার ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

এনামুল হক কাশেমী/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here