মো. আতাউর রহমান প্রধান সর্বোচ্চ ভোট পেয়ে ঢাবির সিনেট সদস্য নির্বাচিতস্টাফ রিপোর্টার :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনেলালমনিরহাটের কৃতি সন্তান রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ২১ জানুয়ারী রোববার বিকেলে ফলাফল ঘোষণা করা হয়েছে।ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিবৃন্দ হলেন- মো. আতাউর রহমান প্রধান (প্রাপ্ত ভোট ১২ হাজার ৯৬৭)এ. এস. এম. মাকসুদ কামাল (প্রাপ্ত ভোট ১২ হাজার ৪৬)এম. ফরিদ উদ্দিন (প্রাপ্ত ভোট ১১ হাজার ৯৬৮)এ. আর. এম. মঞ্জুরুল আহসান বুলবুল (প্রাপ্ত ভোট ১১ হাজার ৯২৪)এস. এম. বাহালুল মজনুন (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৯৬)মুহাম্মদ আবদুস সামাদ (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৬৮)জিনাত হুদা (প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৫৭)অসীম সরকার (প্রাপ্ত ভোট ১১ হাজার ৩৩৫)এম. ইকবাল আর্সলান (প্রাপ্ত ভোট ১১ হাজার ২২০)সাদেকা হালিম (প্রাপ্ত ভোট ১১ হাজার ১৬৭)মাহফুজা খানম (প্রাপ্ত ভোট ১১ হাজার ১২০)তাজিন আজিজ চৌধুরী (প্রাপ্ত ভোট ১১ হাজার ৮৫)।

এমরান কবির চৌধুরী (প্রাপ্ত ভোট ১১ হাজার ৩৩)এ. এইচ. এম. এনামুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৯২৪)মো. লিয়াকত হোসেন মোড়ল (প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৩৮)মোঃ আলাউদ্দিন (প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৮৬)সৈয়দ হুমায়ুন আখতার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৩৯)রামেন্দু (কৃষ্ণ) মজুমদার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৮১)এ. বি. এম. বদরুদ্দোজা (প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৭২)নিজাম চৌধুরী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫২৮)মো. আব্দুল আজিজ (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫১২)আ. ফ. ম. ইউসুফ হায়দার (প্রাপ্ত ভোট ১০ হাজার ৫০০)মোহাম্মদ আব্দুল বারী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৪৫২)রঞ্জিত কুমার সাহা (প্রাপ্ত ভোট ৯ হাজার ৯৬৭) এবং মো. নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ৯ হাজার ৮১৮)।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৩ হাজার ৯৯৭জন। নির্বাচনে ভোট পড়েছে মোট ২২ হাজার ৬৪২টিতন্মধ্যে ১ হাজার ২৬০টি ভোট বাতিল হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here