ঝিনাইদহ : আখ মাড়াই উদ্বোধনের ৭ দিনের মাথায় ক্রেন ক্যারিয়ারের স্যাপ ভেঙ্গে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলটি গতকাল বিকাল ৫ টা  হতে বন্ধ হয়ে যায়।

জানাগেছে, চিনিকলটি ১ ঘন্টা বন্ধ থাকলে প্রায় লক্ষাধিক টাকা লোকসান হয়। সে ক্ষেত্রে ৪৫ ঘন্টা মিলটি উৎপাদন বন্ধ থাকার কারনে প্রায় অর্ধ কোটি টাকার লোকসান হয়েছে।

সূত্র আরো জানায়, প্রতিদিন মিলটিতে ১৩ শ মেঃ টন আখ মাড়াই করে ১০০ মেঃ টন চিনি উৎপাদন  করবে। কিন্তু সে লক্ষমাত্রা মোচিকে অর্জিত হচ্ছে না। উৎপাদন বন্ধ থাকার কারনে আখচাষীরা আখ নিয়ে খোলা আকাশের নীচে বসে আছে এবং কর্তৃপক্ষ তাদের আখ ওজন নিচ্ছে না।

এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, ক্রেন ক্যাারিয়ারে ছুরি ভেঙ্গে মিলটি বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ক্রটির কারনে এমনটি মাঝে মধ্যে হতে পারে।

আহমেদ নাসিম আনসারী/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here