মোংলায় শতাধিক পরিবারের ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্টঃঃ  বাগেরহাটের মোংলায় ঈদ-উল আজহা পালন করছে কয়েকয়টি গ্রামের শতাধিক পরিবার। শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব বেল্লাল সরদার। এদিন উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ মোতায়েন ছিল মসজিদ এলাকায়।

প্রায় ৪৫ বছর ধরে মোংলা উপজেলার কয়েকটি গ্রামের মানুষ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।

চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব বেল্লাল সরদার বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টার। আর এ সময়টুকুর কারণে পুরো দিনের পাথর্ক্য হতে পারে না। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি।

বিগত বছরের তুলনায় এবারের জামায়াতে মুসল্লির উপস্থিতি বেশি ছিল। ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমতো পশু কোরবানি করছেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here