মেয়ে শিশুর প্রতি সহিংসতা রোধে 'সাহস'

সোহানুর রহমান :: বরিশালে মেয়ে শিশুদের প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুরু হয়েছে সমন্বিত উদ্যোগ – ‘সাহস’। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র  বরিশাল এরিয়া প্রোগ্রাম এই কর্মসূচি হাতে নিয়েছে।

এর মাধ্যমে মেয়ে শিশুদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের সুরক্ষায় ছেলে শিশুদের সম্পৃক্ত করা হবে এবং সংশ্লিষ্ট আইন ও নীতির সংস্কারে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়িতে হবে বলে উদ্যোক্তা সংস্থাসূত্রে জানা গেছে।

উদ্যোগটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেছেন, দেশে নারী শিক্ষার হার যত বাড়বে সমাজে নারীরা ততবেশী সুরক্ষিত হবে। মেয়ে শিশুরা ছোটবেলা থেকেই সমাজে নানা ধরনের প্রতিহিংসার শিকার হয়। বাদ যায়না ছেলে শিশুরাও। শুধু নারী ও শিশু নির্যাতনই নয়, সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সচেতন হতে হবে।

রবিবার (৩১ মার্চ)  দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র বরিশাল এরিয়া ম্যানেজার স্বপন মন্ডলের সভায় সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চেীধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাশিদা বেগম, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল কোঅর্ডিনেটর মোঃ জাহিদুল কবির, রিজিওনাল এডভোকেসি ও চাইল্ড প্রটেকশন কোঅর্ডিনেটর সুরভী বিশ্বাস, এনজিও ব্যাক্তিত্ব জাহাঙ্গীর কবির, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের প্রধান নির্বাহী সোহানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে মেয়ে শিশুদের সুরক্ষায় কাজ করবে বলে অংগীকার ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here