বরিশাল : বরিশালের মুলাদি থেকে এক শিশু ও এক যুবকের লাশ এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা পদ্মাতীর থেকে ভাসমান অবস্থায় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া ও গোসাইহাট থানা পুলিশ নদী থেকে লাশগুলো উদ্ধার করে।

পদ্মার চরআত্রা এলাকায় একটি লাশ ভেসে উঠেছে খবর পেয়ে দুপুর ১টা লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি লঞ্চডুবির যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মান্নান জানান, বরিশাল জেলার মুলাদি এলাকা থেকে ২-৩ বছরের এক ছেলে শিশু ও ২০-২২ বছরের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, লঞ্চডুবিতে নিখোঁজ যাত্রীদের লাশ জাজিরা উপজেলা ও নড়িয়া উপজেলার পদ্মানদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ভেসে উঠার সম্ভাবনা থাকায় আরও আগে থেকেই এসব পয়েন্টে ট্রলার ও স্পিডবোট নিয়ে একদল পুলিশ কাজ করে যাচ্ছে।

দুপুরে ওয়াপদা সুরেশ্বর পয়েন্ট থেকে এক নারী শিশুর ও মুলাদি এলাকা থেকে এক যুবকের ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত লাশগুলো মাদারীপুরের পাঁচরের কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এদিকেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সংলগ্ন ইলিশা নদী থেকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পকেটে ন্যাশনাল আইডি কার্ড,কর্মস্থলের আইডি কার্ড এবং মোবাইল পাওয়া গেছে। মেহেন্দীগঞ্জ থানা ওসি উজ্জল কুমার দে এসব পরিচয়পত্রের সূত্র ধরে জানিয়েছেন, উদ্ধার করা ব্রাক্তির নাম জাকির হোসেন ।

সে ঢাকার বনানীতে ইউএস ফুড মার্ট লিমিটেডের ড্রাইভার ।এছাড়াও পকেটে পাওয়া মোবাইল থেকে পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে জাকির এর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বড় কৃষ্ণকাঠি গ্রামে । তার বাবা আব্দুল হাকিম হাওলদার।মেহেন্দীগঞ্জ পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। লাশ গ্রহনের জন্য স্বজনদের খবর দিয়েছে তারা।

মামুনুর রশীদ নোমানী/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here