মাত্র ২৪ বছর বয়সেই সেরা ফুটবলার খেতাব পান আর্জেন্টিনার লিওনেল মেসি৷ আরেকবার সবাইকে জানিয়ে দিলেন তিনি এখনো সেরা৷ পরপর তিনবার ছিনিয়ে নিলেন তিনি বর্ষসেরার এই খেতাব৷

 ফিফার ২০১১ সালের পুরস্কার ‘বালোঁ দ’অর’ – গোল্ডেন বল হাতে নিলেন লিওনেল মেসি৷ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাভি অ্যারনান্দেজ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ একটানা তিন বছর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে সফলভাবে তুলে ধরলেন মেসি৷

পুরস্কার হাতে পাওয়ার পর মেসি আনন্দের সঙ্গে জানান,‘‘এই পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক৷” তিনি পুরস্কার গ্রহণ করেন আরেক গোল্ডেন বল পাওয়া ফুটবলার ব্রাজিলের রোনাল্ডোর হাত থেকে৷ বলা প্রয়োজন রোনাল্ডো এই পুরস্কার পেয়েছিলেন তিন বার৷ মেসি আরো বলেন,‘‘পরপর তিন বার এই পুরস্কার আমি পেলাম৷ এটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক৷

মেসির অসাধারণ খেলার জন্য গতবছর বার্সেলোনা পাঁচটি ট্রফি জিতেছে৷ তার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ লীগ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ উল্লেখযোগ্য৷ মেসি-ই হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি পরপর তিন বছর একটানা গোল্ডেন বল পুরস্কার পেলেন৷ ২১ বছরে এই প্রথম৷ ফ্রান্সের জিনেদিন জিদানও এই পুরস্কার পেয়েছিলেন এবং তিনবার৷

২৩ জন খেলোয়াড়ের নাম শর্ট লিস্টে আনা হয়৷ এরপর জাতীয় দলের কোচ সহ দলের ক্যাপ্টেন এবং আমন্ত্রিত সাংবাদিকদের ভোট দিতে বলা হয়৷ মেসি সবচেয়ে বেশি ভোট পান৷ ৪৭.৮৮ শতাংশ ভোট তার পক্ষে যায়৷ দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তিনি পেয়েছেন ২১.৬ শতাংশ ভোট৷ জাভি অ্যারনান্দেজ পান ৯.২৩ শতাংশ ভোট৷

তবে মেসি এই পুরস্কারের আনন্দ ভাগ করে নিতে চান অ্যারনান্দেজের সঙ্গে৷ তিনি বলেন,‘‘এই পুরস্কার আমি অ্যারনান্দেজের সঙ্গে ভাগ করতে চাই৷ অ্যারনান্দেজেরও এই পুরস্কার প্রাপ্য।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here