Massiস্পোর্টস ডেস্ক :: আমস্টারডাম এরিনায় জ্বলে উঠলেন মেসি। স্বরূপে জ্বললো বার্সেলোনাও। চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিক ক্লাব আয়াক্স আমস্টারডামের বিপক্ষে বুধবার রাতের ম্যাচটি একান্তই মেসিময়। করলেন জোড়া গোল। আর্জেন্টাইন ক্ষুদে যাদুকরের এই জোড়া গোলেই ২-০ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বার্সেলোনা।

গোলের রাজা এমনিতেই বলা হয় মেসিকে। তবে তাকে খেলানোর পজিশন পরিবর্তন করার কারণে না কি গত কয়েক ম্যাচে গোলের দেখা কমে গিয়েছিল মহাতারকার জন্য। লা লিগায় বার্সার টানা দুই হারের জন্য মেসির গোল না পাওয়াও অনেকটা দায়ী। অবশেষে, সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটলো। গোলে ফিরলেন ভক্তদের প্রিয় মেসি। জয়ে ফিরল বার্সেলোনাও।

৩৬ মিনিটে প্রথম গোলটি আসে মেসির হেড থেকে। মার্ক বারত্রার ক্রস থেকে ভেসে আসা বলে একেবারে পোস্টের সামনে বল পেয়ে যান মেসি। মাথা ছুঁইয়ে গোলরক্ষক জেসপার সিলেসেনকে পরাস্ত করা কোন ব্যাপারই হলো না মেসির জন্য।

৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আয়াক্স। বক্সের মধ্যে মেসিকে বাজে ফাউল করার অপরাধে রেফারি দ্বিতীয়বারেরমত হলুদ কার্ড (= লাল কার্ড) প্রদর্শন করে মাঠ থেকে বহিস্কার করেন। খর্বশক্তির দলে পরিণত হওয়ায় আয়াক্সের ওপর আরও চেপে খেলতে থাকে বার্সা। যার ফল হাতে পায় ৫ মিনিট পর।

পেদ্রোর কাছ থেকে বল পেয়ে পোস্টের একেবারে সামনে থেকে বাঁ পায়ের শর্ট নেন মেসি। জড়িয়ে যায় আয়াক্সের জালে। ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় স্বাগতিকদের।
এই জয়ের ফলে ‘এফ’ গ্র“পে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত মেসিদের। কারণ তৃতীয়স্থানে থাকা আয়াক্সের পয়েন্ট মাত্র ২। বাকি দু’ম্যাচ আয়াক্স জিতলে, বার্সা হেরে গেলেও লাভ হবে না। তাতে আয়াক্সের পয়েন্ট হতে পারে সর্বোচ্চ ৮। সুতরাং ‘এফ’ গ্র“প থেকে পিএসজির সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল বার্সাও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here