ঢাকা: বার্সার মেসির যে বাজারমূল্য, তার পুরোটাই এখন বিদ্যমান। সামনেই ২৭তম বসন্তে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টাইন এ ফুটবলার। ঘন ঘন ইনজুরিতেও আক্রান্ত হওয়া মেসির এ ফর্ম আর কতদিন থাকে, সেটা প্রায় অনিশ্চিত। সুতরাং বাজারমূল্য পূর্ণ থাকতেই আর্থিকভাবে ‘কল্পনাতীত’ লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া করবে কি করবে না, তা নিয়ে ভাবনায় পড়ে গেছেন বার্সা কর্মকর্তারা। অন্তত ২০১৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যেও যদি মেসিকে বিক্রি করা যায়, তাহলে এতবড় মূল্যের ট্রান্সফার ফির পুরোটাই আসবে বার্সার পকেটে। এতে পুনর্গঠন এবং আরও ভালোমানের বেশ কয়েকজন ফুটবলার কিনে ক্লাবকে আবারও সেরার পর্যায়ে নিয়ে আসা সম্ভব। ব্যবসায়িক এ হিসাব-নিকাশই কষছেন এখন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রসেল। কারণ, যতদিন সর্বোচ্চ ফর্মে থাকছেন মেসি, ততদিন তার কাছ থেকে সার্ভিস তো বার্সা পেলই, এখন ব্যবসার খাতিরে তাকে বিক্রি করে দিলে ক্লাবের তেমন কোনো ক্ষতিও হবে না আর। জুন মাসের শুরুতে ৭৪.৫ মিলিয়ন পাউন্ডে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। বার্সাতে এসে গেছেন নেইমার,  আর এক বনে দুই বাঘ থাকতে পারে না-এই মর্মে তিনি বলেন, দুই সেরা তারকা এক সঙ্গে থাকতে পারে না। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট হওয়ার ভয় ক্রুইফের। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমার আসাতে আমি ব্যাক্তিগতভাবে মেসিকে বিক্রি করে দিতাম। হয়তোবা আমার সাথে কেউ একমত হবেন না। কিন্তু শীর্ষ খেলোয়াড়দের এক সুতোয় বাধা সহজ বিষয় নয়। তাই তাদেরও এক ক্লাবে থাকাটা সংশয়ের। ফ্রি কিক নিয়ে সমস্যা তৈরি হবে বলে ধারণা করছেন সাবেক এই খেলোয়াড়। এই বিষয়ে তিনি বলেন, নেইমার দেখিয়েছে, সে খুব ভালো ফ্রি কিক নিতে পারে। মেসি তো আগে থেকেই এ ব্যাপারে পাকা। সেক্ষেত্রে বার্সার হয়ে ফ্রি কিক কে নেবে? বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি মনে করেন তার ক্লাব এখন আর তাকে অবিক্রয়যোগ্য তারকা ভাবছে না বরং তাকে এখন বিক্রয়যোগ্য সম্পদ হিসেবেই ভাবছে বার্সেলোনা। বার্সেলোনার স্পোর্টস চ্যানেল স্পোর্ট-৩ এ তথ্য জানিয়েছে। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলার প্রেক্ষিতে এমন ধারণা করা হচ্ছে। জানা গেছে, ক্লাবের বোর্ড সদস্যদের অনেকেই মনে করেন মেসি এখন মাঠের বড় তারকা নন। ট্রান্সফার মার্কেটেই তার চাহিদা বেশি। আর মেসিও বিষয়টি জানেন। তিনি মনে করেন বেশি দামে বিক্রি করার আশাতেই ২০১৮ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও ক্লাব তার চুক্তি নবায়ন করতে চাচ্ছে। জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই মেসিকে কেনার জন্য ২০ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে প্রস্তুত আছে। এ অর্থ পেলে বার্সেলোনা তাদের স্টেডিয়াম নির্মাণের জন্য তহবিলের বড় অংশ পেয়ে যাবে। বার্সেলোনার নতুন স্টেডিয়াম নির্মাণে ব্যয় হবে ৪৯ কোটি ৩০ লাখ পাউন্ড। ক্লাবের একটি উল্লেখযোগ্য অংশ মনে করছে মেসিকে বিক্রি করে দেয়ার এটাই সঠিক সময়। তার কাছ থেকে মাঠে আর কিছু পাওয়ার নেই। এখন নগদ পাওয়াটাই বেশি যুক্তিযুক্ত। মেসি ১৩ বছর বয়স থেকেই বার্সেলোনায় আছেন। মেসি চান বার্সেলোনায়ই তার খেলোয়াড়ি জীবন শেষ করতে। হয়তো শেষ দিকে তিনি আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েসে যেতে পারেন। কিন্তু বার্সেলোনা কর্তৃপক্ষ মনে করছেন তাকে বিক্রি করে দেয়াটাই বেশি ভালো হবে। তারা মনে করছে প্যারিস সেন্ট জার্মেই বা ম্যানচেস্টার সিটি মেসিকে কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে প্রস্তুত আছে। বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেপ বার্তোমিউ চাচ্ছেন বিশ্বকাপের আগেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে। দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে সুনাম বিক্রির অর্থ নিয়ে। বর্তমানে মেসি বছরে সুনাম বিক্রি বাবদ দুই কোটি ৫ লাখ পাউন্ড পেয়ে থাকেন। ক্লাব এর অর্ধেক দাবি করছে। কিন্তু মেসি সুনাম বিক্রির কোন অর্থ ক্লাবকে দিতে রাজি নন। সাম্প্রতিককালে মাঠে মেসি ভালো করতে না পারায় ক্লাব কর্তৃপক্ষ প্রথমবারের মতো তাকে বিক্রি করে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার চিন্তা করছে।  যদিও সান্দ্রো রসেল মেসিকে সমর্থন দিয়েছেন। তবে ক্রুয়েফ বলছেন মেসির রিপ্লেসমেন্ট হিসেবে এরই মধ্যে প্রায় শত মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে পেয়ে গেছে বার্সা, যার বয়স মাত্র ২১ বছর। বার্সার একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি মেসি ইনজুরিতে পড়ার কারণে বার্সা ক্যাম্পে তাই কোনো দুশ্চিন্তাই ভর করেনি কারও মনে।  ক্রুয়েফ আরো বলছেন , আমার কথার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন , কিন্তুু ভাবতে হবে বাস্তবটাও। বাস্তবটা ঠিক কী ? ডাচ কিংবদন্তি বলছেন , নেইমার এখন দুরন্ত ফ্রি কিক নিচ্ছে৷ গোলও পাচ্ছে৷ এর জন্য তা আলাদা পেমেন্টের দাবিও তুলেছে৷ বার্সায় কিন্তুু এখনও পর্যন্ত ভাল ফ্রিকিক নেওয়ার লোক লিও -ই৷ দু’জনে একসঙ্গে মাঠে নামার পর ম্যাচে ফ্রি কিক পেলে কে মারবে ? নেইমার না মেসি৷ কোচ তিতো ভিলানোভাকে এ নিয়ে প্রচন্ড সমস্যায় পড়তে হবে৷ ত্রুয়েফের সাফ কথা , আমি বার্সার দায়িত্বে থাকলে কোনও মতেই নেইমারকে নিতাম না৷ কারণ বার্সা এখন যথেষ্ট ব্যালান্সড দল৷ এই ছন্দ নষ্টের কোনও ঝুঁকি নেয়ার কোনও মানে নেই৷ কিন্তুু যখন নেয়াই হয়ে গিয়েছে তার প্রতিকার মেসিকে ছেড়ে দেয়া৷ তাতে দলের লাভই হবে। কিন্তুু নেইমার-মেসি জুটি যদি দাঁড়িয়ে যায় ? ক্রুয়েফ বলছেন, ব্যাপারটা দারুণ হবে সন্দেহ নেই৷ কিন্তুু সেটা করার চেষ্টাটা বড্ড ঝুঁকির হয়ে যাচ্ছে৷ এখন সেটা হওয়ার জন্য ভীষণ চাপ নিয়ে অপেক্ষা করতে হবে বার্সাপ্রেমীদের৷ ক্রুয়েফের যুক্তি যদি ঠিক হয় তা হলে আগামী পাঁচ মরসুম বার্সেলোনার কপালে অশেষ দুঃখ আছে৷ কারণ ব্রাজিলীয় নেইমারকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে নূ কাম্পের ক্লাব৷ আর এই ক্লাবের সঙ্গে আর্জেন্তিনীয় মেসিরও চুক্তি আছে আরও পাঁচ বছর ২০১৮ সালের জুন মাস পর্যন্ত৷ তবে যদি ক্রুয়েফের যুক্তি না খাটে , তা হলে আবার এই পাঁচ বছরে এই ব্রাজিল -আর্জেন্তিনা জোড়া ফলায় ফালা ফালা হয়ে যাবে সারা বিশ্ব৷ ক্লাব ফুটবলের ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here