নিজস্ব প্রতিবেদক<>

mir-kashem-ali20160619060628ঢাকা : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম তার দণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন।

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেমের পক্ষে এ আবেদন করা হয়েছে। ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি গ্রাউন্ড রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মীর আহমেদ বিন কাসেম।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্যকে ২০১৪ সালের নভেম্বরে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে কাসেম আপিল করলে সেখানে তার সর্বোচ্চ সাজা বহাল থাকে।

রিভিউয়েও যদি মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকে তবে তার সামনে খোলা থাকবে কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ। ক্ষমা চেয়ে ক্ষমা না পেলে রাষ্ট্র তার দণ্ড কার্যকর করবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here