সালমানের 'ভারত'

স্টাফ রিপোর্টার :: ঈদের দিন মুক্তি পেয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ভারত’। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি প্রথম দিনেই ৪২ কোটি ৩০ লাখ রুপি ঘরে তুলেছে, যা রেকর্ড। বুধবার ভারতের ৪ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায় এ ছবি।

এর আগে ২০১৫ সালের ১২ নভেম্বর মুক্তি পেয়েছিল সোনম কাপুর ও সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। এখন পর্যন্ত সালমান অভিনীতি কোনো ছবির প্রথম দিনের আয়ের দিক থেকে এটি ছিল সর্বাধিক। ‘প্রেম রতন ধন পায়ো’ প্রথম দিন আয় করেছিল ৪০ কোটি ৩৫ লাখ টাকা। আর ‘ভারত’ ছাপিয়ে গেল সেই রেকর্ডও।

‘ভারত’-এর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন সালমান-ক্যাটরিনা জুটি। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। এ ছবিতে ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি— প্রায় সবকিছুই কোনো না কোনো অংশে ধরতে চেয়েছেন সালমান।

ছবিতে একজন সাধারণ মানুষের জীবন ও জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস। ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ ও একটা মানুষের জার্নি রয়েছে এখানে, যা আমাদের কাছে অনুপ্রেরণার মতো।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও অভিনয় করেছেন- টাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here