মীরাক্কেলের আবু হেনা রনিপ্রতিনিধি :: প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ভারতের জি বাংলার কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ চ্যাম্পিয়ন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামলাটি করেন। আবু হেনা রনি অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বাদী হাফিজুর রহমান বলেন, আসামি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ব্যঙ্গ করে কটূক্তি করেছেন। এতে তাঁর নেত্রী হেয়প্রতিপন্ন হয়েছেন।

এদিকে, আবু হেনা রনি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, “কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখাটি লিখিনি। জাস্ট আমি দুটা লাইন লিখছি যে, তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন। ঐদিন বৃষ্টির একটা দিন ছিল। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয় যে একটা ছেলে ড্রেনের মধ্যে পড়ে গেছে। একেবারে কালো পানিতে সে ভেজা।এটিকে কেন্দ্র করেই আমি ঐ স্ট্যাটাস দিয়েছিলাম।”

আবু হেনা রনি আরও বলেছেন, “যখন দেখলাম আমার ঐ স্ট্যাটাস নিয়ে মানুষ ভুল বুঝছে, তখন আমি সেটা ডিলিট করি। পরে আমি একটা স্ট্যাটাস দেই যে, আমি যা লিখেছি, সেটাকে অনেকে অন্যদিকে নিয়েছে। যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত এবং আমি ক্ষমা চাইছি। এটুকু বলতে চাই যে, যারা ভুল বুঝছে, তাদের কাছে আমি ক্ষমা চাই।”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here