কায়রো : মিসরের নতুন একটি খসড়া সংবিধান তৈরি নিয়ে গণভোটের পর এখন ভোট গণনা চলছে। দুদিন ধরে এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ব্যাপক ভোটার উপস্থিত ছিল বলে জানাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। তবে কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

সেনাবাহিনী সমর্থিত দেশটির অন্তর্বর্তী সরকার বলছে, গণভোটে অনেক মানুষ অংশগ্রহণ নতুন সংবিধান তৈরিতে সাহায্য করবে।

ভোটের ফলাফল কখন ঘোষণা হবে তা এখনো নিশ্চিত নয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুড এই গণভোট বর্জন করেছে।

সংবিধানে যে পরিবর্তনগুলো আনা হচ্ছে তার মধ্যে অন্যতম থাকছে সেনাবাহিনীর ক্ষমতাকে আরো শক্তিশালী করা।

তবে এই খসড়া সংবিধান নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন মত দেখা যাচ্ছে।

ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আমলের সংবিধান পরিবর্তন করে নতুন এই খসড়াটি তৈরি করা হয়েছে। গত বছরের জুলাই মাসে সেনাবাহিনীর হাতে মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন।

তার দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত তিন বছরের মধ্যে এটা মিসরে সংবিধানের ওপর তৃতীয় দফা গণভোট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here