ঢাকা: মিশরে নীল নদের তীরবর্তী শহর মনসুরায় পুলিশের প্রধান কার্যালয়ে  সোমবার রাতে এক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা সূত্র এবং স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে নিরাপত্তা ভবনটির একাংশ ধসে পড়েছে। পাশের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিস্ফোরণে প্রদেশের নিরাপত্তা প্রধান আহত হয়েছেন বলে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে অন্য এক রিপোর্টে একে গাড়িবোমা হামলা হিসেবে উল্লেখ করা হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠি এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। তবে মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম বেবলাবি মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্টি’ হিসেবে উল্লেখ এ হামলার জন্য তাদেরকে দায়ী করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here