ঢাকা : রাজধানীর মিরপুরে বুধবার পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে মাজার রোড এলাকায় সারাহ গার্মেন্টসের হিসাবরক্ষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল কবির জানান, রফিকুল ইসলাম সারাহ গার্মেন্টসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজ সকালে গার্মেন্টস থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত দেখা গেছে। তবে ঘটনার পর থেকে তার রুমমেট পলাতক রয়েছে।

এদিকে, মিরপুর মাজার রোড এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আজাহার খান (৪৭) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কুমিল্লার বাসিন্দা।

দারুস সালামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল কবির জানান, মাজার রোডের দক্ষিণ পাশের বায়তুল হাম নামক আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুপুরে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লা থেকে ব্যবসায়ীক কাজে ঢাকা এসেছিলে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here