কলকাতা : রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তী।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার সচিবের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন মিঠুন।

মিঠুনের সঙ্গেই তৃণমূলের হয়ে চিত্রশিল্পী যোগেন চৌধুরী, তৃণমূলের বর্তমান সাংসদ কে.ডি.সিং এবং ‘কলম’ পত্রিকার সম্পাদক আহমেদ হাসান(ইমরান)।

অন্যদিকে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ঋতব্রত ব্যানার্জি।

এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে। তৃণমূলের বিধায়কের সংখ্যা বিচারে তিনটি আসনে জয় নিশ্চিত। অন্যদিকে সিপিআইএম ও একটি আসনে তাদের জয় নিশ্চিত করেছে। বাকী একটি আসনেই ভোটাভুটি হবে। নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি।

রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁর ওপর আস্থা রাখার জন্য দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন আমি মুখ্যমন্ত্রী এবং জনগণের আস্থা পূরণের চেষ্টা করব।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here