নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, অবৈধ পাসপোর্ট ও পাসপোর্ট তৈরির সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব-৩।

বাংলাদেশস্থ লিবিয়ান দূতাবাসের সহযোগিতায় ৪ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার। তিনি জানান, দুপুর দুইটায় কারওয়ান বাজারস্থ লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here