???????????????????????????????বরগুনা প্রতিনিধি :: বুধবার (১১ নভেম্বর) বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম ও দশম শ্রেনীর ছাত্রীদের ফোরাম সেশন অনুষ্ঠিত হয়। ডর্‌প (ওয়াশ পরিবীক্ষন প্রেক্ষিত প্রকল্পের ) আর্থিক সহায়তায় ছাত্রী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সেশনে সভাপতিত্ব করেন বাশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

অন্যানের মধ্যে উপস্থত ছিলেন বাজেট ক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনেয়ার, ওয়াশ এনজিও নেটওয়ার্ক সভাপতি শামসউদ্দীন খান, সহকারী শিক্ষক মনোতোষ চন্দ্রশীল, মোঃ জাহাঙ্গীর কবির, উজ্জল কুমার অসীম, মোঃ আজিজ, ডর্‌প এর সমন্বয়কারী আবদুল মান্নান, কমিউনিটি ক্যাম্পেনার অনুপ কুমার বাদল, রিসোর্স পারর্সন হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আজিমুননেছা।

রিসোর্স পার্সন হিসাবে অজিমুননেছা ছাত্রীদের বয়োঃসন্ধিকালীন সময়ের অবস্থা, করনীয় ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, স্যানিটারী প্যাড ও নেপকিন এর ব্যবহার এবং ব্যবহারের পর কিভাবে নষ্ট করা যায় উক্ত বিষয়গুলি নিয়ে ফোরামের ছাত্রীদের সাথে আলোচনা করেন। যার উদ্দেশ্য হলো ছাত্রীরা তাদের বয়সন্ধি কালীন সময়ও ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছনতাসহ আরো বিভিন্ন বিষয় তাদেরকে সচেতন করা। যার মাধ্যামে ছাত্রীরা ব্যক্তিগত জীবনে নিজেরা সুস্থ থাকতে পারে এবং অন্যন্যদেরকে সচেতন করে।

উক্ত ছাত্রী ফোরাম সেশনে ৫টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৩ শতাধিক ছাত্রী গত জুলাই ২০১৪ ইং থেকে প্রতি মাসে সেশনে অংশগ্রহন করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here