মাটিরাঙ্গায় পিস্তলসহ এক উপজাতি আটক: ৪ পুলিশ আহত   আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৫ রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ কিশোর ত্রিপুরা (৩০) নামের জেএসএস (এমএন) কর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙ্গা কামাল কোম্পানীর ব্রিক ফিল্ড থেকে মাটিরাঙ্গা-গুইমারা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত উপজাতীয় সন্ত্রাসী কিশোর কুমার ত্রিপুরা(৩০) বাই‌ল্যাছড়ির ৩ নং রাবার বাগান এলাকার ধীরেন্দ্র কুমার ত্রিপুরার ছেলে।

তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সুত্র জানায়, অভিযানকালে সন্ত্রাসী কিশোর ত্রিপুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে অল্পের জন্য রক্ষা পান এস আই কবির, এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

পরে পুলিশ তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি ইতালিয়ান পিস্তল, নগদ টাকাও মোবাইলসহ তাকে আটক করে।

খাগাড়ছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কিশোর ত্রিপুরা জেএসএস (এমএন) গ্রুপের কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাকে আটক করতে অভিযান নামে পুলিশ। তাকে ধরতে গিয়ে পুলিশের এসআই কবীর হোসেন, এএসআই মো. মহসিন ও সোর্স কনস্টেবল লাইজু মিয়া আহত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here