মহানায়িকা সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী উদযাপনকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি:: পাবনায় নানা আয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সুচিত্রা সেনের কৈশরের বিদ্যাপিঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল দশটা থেকে দিনভর সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় রাখা হয় চলচ্চিত্র প্রদর্শণীর ব্যবস্থা।

অপর দিকে সন্ধায় স্থানীয় ইফা ইনষ্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here