ডেস্ক রিপোর্ট : : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা।

বুধবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশাল প্রজ্বালন করবেন। এরপর সেনাপ্রধানের গাড়ি বহর হয়ে মশালটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

একইদিন বিকেল ৪টায় তা তুলে দেওয়া হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে। এ সময় তার সঙ্গে থাকবেন ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও গাজী আশরাফ হোসেন লিপু।

আগামী ১ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে মশাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধনের পর থেকে গেমস শেষ হওয়ার আগ পর্যন্ত মশালটি রাখা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই।

২০১৩ সালের পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ গেমসেরর মেগা আসর। যেখানে অংশ নেবে প্রায় সাড়ে ৫ হাজার অ্যাথলিট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here